টেকনাফে গহীন পাহাড়ে ডাকাতের সঙ্গে গোলাগুলিতে বিপুল অস্ত্র ও অপহৃত যুবক উদ্ধার

হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
Jul 6, 2025 - 17:52
 0  2
টেকনাফে গহীন পাহাড়ে ডাকাতের সঙ্গে গোলাগুলিতে বিপুল অস্ত্র ও অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে ডাকাত দলের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহৃত অবস্থায় থাকা এক যুবককেও জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধারকৃত যুবকের নাম মো. সোহেল (২০)। তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।

রবিবার (৬ জুলাই) দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর। তিনি জানান, শনিবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত বিপুল অস্ত্রসহ অবস্থান করছে—এমন খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। কিছু সময় ধরে চলা গোলাগুলির একপর্যায়ে ডাকাতরা রাতের আঁধারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি জি-৩ রাইফেল, দুটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং চার লিটার দেশি তৈরি মদ। একইসঙ্গে অপহৃত মো. সোহেলকে জীবিত উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্ত্রাস ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow