টানা ১৯ ঘণ্টার বৃষ্টি, জলাবদ্ধতায় অচল বিজয়নগর

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Jul 8, 2025 - 17:25
 0  2
টানা ১৯ ঘণ্টার বৃষ্টি, জলাবদ্ধতায় অচল বিজয়নগর

টানা ১৯ ঘণ্টার অবিরাম বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নেমে এসেছে দুর্ভোগের কালো ছায়া। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া বৃষ্টি থামার নাম না নিয়ে চলে এসেছে মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পর্যন্ত। ফলে উপজেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ এবং জনজীবন।

বজ্রপাতসহ টানা বৃষ্টির ফলে অলিগলি ও মূল সড়ক প্লাবিত হয়েছে, কাদায় পিচ্ছিল হয়ে উঠেছে রাস্তাঘাট। ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। দিনমজুর ও নিম্নআয়ের মানুষগুলো কর্মসংস্থানের সুযোগ হারিয়ে পড়েছেন চরম বিপাকে।

মসজিদে নামাজ আদায়, মাদ্রাসা ও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে পৌঁছানো—সবকিছুই ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow