জীবনের লড়াই যেখানে থামে না বৃষ্টিতেও

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
May 20, 2025 - 13:04
 0  6
জীবনের লড়াই যেখানে থামে না বৃষ্টিতেও

বৃষ্টি নামছে টিপটিপ করে। জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছিলেন অনেকে। অথচ ঠিক তখনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রশাসনিক ভবনের পাশের ফাঁকা জায়গায় কয়েকজন নারী শ্রমিক ঝুঁকে পড়ে কাজ করছেন নিরবিচারে। চারপাশ কাদায় ভরা, বাতাসে স্যাঁতসেঁতে গন্ধ—কিন্তু তাঁরা থেমে নেই।

কেউ মাটিতে হাত দিয়ে ঘাস তুলছেন, কেউ পুরানো আবর্জনা বস্তায় ভরছেন, কেউ আবার ঝুঁকে পরিশ্রম করছেন নিঃশব্দে। তাঁদের মুখে ক্লান্তির রেখা, তবুও চোখে দৃঢ়তা। এ মাঠ কোনো খেলার জন্য নয়, বরং দীর্ঘদিনের অবহেলিত জায়গা—যা এখন পরিচ্ছন্নতার জন্য তৈরি হচ্ছে। আর এই কাজের মূল শক্তি হচ্ছেন এইসব নারী শ্রমিক।

বৃষ্টির দিন, ভেজা কাপড়, ঠাণ্ডা হাওয়া—তবু তাঁদের কাজ থেমে নেই। কেউ হয়তো সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার দায়ে, কেউ হয়তো দিনশেষে মজুরি নিয়ে ঘরে ফেরার তাগিদে এই নিরব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-গবেষক কিংবা সাধারণ পথচারী হিসেবে আমরা অনেক সময় এমন দৃশ্য দেখি, আবার উপেক্ষাও করি। অথচ এই পরিশ্রম, এই ত্যাগ আমাদের চোখে আঙুল দিয়ে বাস্তবতা দেখায়। আমরা সভা-সেমিনারে উন্নয়ন নিয়ে আলোচনা করি, টেকসই ভবিষ্যতের স্বপ্ন দেখি—কিন্তু এই উন্নয়নের ভীত গড়তে যাঁরা প্রতিদিন কাদা-মাটি ঘেঁটে চলেছেন, তাঁদের কথা কি আমরা বলি?

এই শ্রমজীবী নারীদের জন্য প্রয়োজন সম্মান, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য পারিশ্রমিক। তাঁদের শ্রম শুধু দৃশ্যমান নয়, হৃদয়ে ধারণ করার মতো। কারণ তাঁদের নীরব উপস্থিতিই আমাদের শিখিয়ে দেয়—কাজই জীবনের গতি, আর সংগ্রামই মানুষের প্রকৃত শক্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow