‘জানাজা বিকেল ৫টায়’—ঘণ্টার ব্যবধানেই নাটকীয় প্রত্যাবর্তন হিরো আলমের

"আজকে সত্যি সত্যি মারা যাব... কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।"— মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের এমন ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতেই সন্তানদের সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এসে সেই ভয়ংকর সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলেন তিনি।
স্ত্রীর প্রতি অভিমান আর তীব্র মানসিক আঘাত থেকে আত্মহত্যার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান হিরো আলম। এর আগে তার পোস্টে তিনি লিখেছিলেন, "রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি—আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব।" এই পোস্টের পর থেকেই তার ভক্ত ও অনুসারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
কিন্তু দিনের শেষে বদলে যায় দৃশ্যপট।
মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে হিরো আলম জানান, তিনি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ভিডিওতে তার পাশে ছিল তার সন্তানেরা। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, সন্তানদের অনুরোধেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন। বাবা হিসেবে সন্তানদের এই আকুতি তিনি ফেলতে পারেননি।
লাইভে তিনি স্পষ্ট করেন, স্ত্রী রিয়া মনির প্রতি তীব্র ক্ষোভ ও মানসিক যন্ত্রণাই তাকে আত্মহননের পথে ঠেলে দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত সন্তানদের মুখ চেয়েই জীবনের পথে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই আলোচিত ব্যক্তিত্ব।
হিরো আলমের এই নাটকীয় ঘোষণায় তার অনুসারীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং তাকে মানসিক শক্তি ধরে রেখে সন্তানদের জন্য বেঁচে থাকার পরামর্শ দিয়েছেন।
What's Your Reaction?






