জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 27, 2025 - 17:15
 0  1
জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে কলেজ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র প্রভাষক শিউলি খানম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ অন্যান্য শিক্ষকরা।

সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য তরুণ প্রজন্মকে সাহস, মানবতা ও ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তাঁর লেখনীর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি পাওয়া যায়। শিক্ষার্থীরাও আলোচনা সভায় নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং নজরুলের কবিতা ও গানের মধ্য দিয়ে প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “নজরুল কেবল বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য আজও আমাদের স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে শক্তি জোগায়। তরুণ প্রজন্মকে নজরুলের রচনার ভাণ্ডার থেকে শিক্ষা নিতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow