গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা : শোকাহত পরিবারের পাশে জামায়াত

গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে নিহত সাংবাদিকের বাসায় যান সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
পরিবারকে সান্ত্বনা জানিয়ে প্রধান অতিথি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন,
“আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখি। এমন একটি সমাজ, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। সাংবাদিক তুহিন ছিলেন সমাজের আলোকবর্তিকা। তার নির্মম হত্যাকাণ্ড শুধু পরিবারকেই নয়, সমগ্র সমাজকে শোকাহত করেছে। আমরা শুধু আজকের এই সামান্য সহযোগিতায় সীমাবদ্ধ থাকব না, ভবিষ্যতেও সর্বদা পরিবারের পাশে থাকব। একইসঙ্গে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহউদ্দিন আইউবী, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু সিনা নূরুল ইসলাম মুহাম্মদ মামুন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বকশি।
অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন বলেন,
“সাংবাদিক তুহিন ছিলেন সত্যের অনুসন্ধানী যোদ্ধা। তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সমাজে ন্যায়বিচারের প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে।”
পরে জামায়াতের নেতৃবৃন্দ নিহত সাংবাদিকের স্ত্রী ও সন্তানদের হাতে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
What's Your Reaction?






