খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের নতুন সভাপতি ডা. কামরুজ্জামান সোহেল

কুষ্টিয়ার খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. কামরুজ্জামান সোহেল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় কলেজ হলরুমে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সবাই নবনিযুক্ত সভাপতি ডা. কামরুজ্জামান সোহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডা. কামরুজ্জামান সোহেল বর্তমানে যশোরের ঝিনাইদহ সিভিল সার্জন পদে কর্মরত আছেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে একযোগে কাজ করব। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
What's Your Reaction?






