এক দফা দাবিতে বর্ষার মাঝেই মানববন্ধনে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃষ্টির তোয়াক্কা না করে মানববন্ধনে অংশ নিয়েছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবি—শিক্ষা উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিটিংয়ের দ্রুত ব্যবস্থা করা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হাসনাইন মাহমিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. খালেদ সাইফুল্লাহ ও মঈন খান, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী ইজাহারুল, রেজওয়ান হায়দার আলিফ ও সাইফ হাসান শুভ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমান উল্লাহ খানসহ আরও অনেকে।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দুই কর্মদিবসের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
What's Your Reaction?






