ইন্দুরকানীতে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 17, 2025 - 15:40
 0  2
ইন্দুরকানীতে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক আবুল হাসান হিরন (৪২) কে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিরন বালিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালিপাড়া বাজার এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে এবং বালিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ শাসনামলে হিরন ইউনিয়ন রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। তার বিরুদ্ধে বিএনপি–জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি ও এলাকায় তটস্থ করে রাখার অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দলীয় সিনিয়র নেতাকর্মীদেরও তোয়াক্কা করতেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকার একাধিক ব্যক্তি জানান, বিভিন্ন সময়ে হিরন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নিয়োগে চাঁদাবাজি, অস্ত্র মামলায় মিথ্যা ফাঁসানো, বিএনপি–জামায়াতের কর্মসূচি দমন, এমনকি নির্বাচনে ভোট কারচুপির মতো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে যান।

এর আগে তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা হয়েছিল। বর্তমানে তিনটি মামলায় জামিনে ছিলেন তিনি। সর্বশেষ ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় (জিআর নং–৬৭) তাকে গ্রেফতার করে পুলিশ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, “বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান হিরনকে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়েছে। এর আগেও তার নামে তিনটি মামলা রয়েছে। রবিবার তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow