ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 21, 2025 - 16:24
 0  3
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) থানা পুলিশের আয়োজনে পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ইন্দুরকানী থানা সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। অপরাধ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী সদর ইউনিয়নের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমন, আহাদুজ্জামান নাঈম প্রমুখ।

এ সময় পুলিশ ও জনগণের বিদ্যমান সম্পর্ক, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ইভটিজিং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সমাজ থেকে অপরাধ দূরীকরণে পুলিশের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া তথ্যদাতার পরিচয় গোপন রাখা ও সার্বিক নিরাপত্তার নিশ্চয়তাও দেন পুলিশ কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow