আশুগঞ্জে অভাব-অনটনে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাব-অনটন আর পারিবারিক দুঃখ-দুর্দশা সহ্য করতে না পেরে একসঙ্গে আত্মহত্যা করেছেন এক দম্পতি। রবিবার (২৫ মে) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় ঘটে যাওয়া হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আত্মহননকারী স্বামী-স্ত্রী হলেন কুড়েরপাড় এলাকার নান্নু মিয়ার ছেলে আল আমিন (২৫) ও নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে জরিনা বেগম (২০)। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব-অনটনের কারণে বেশ কিছুদিন ধরেই দাম্পত্য জীবনে কলহ বেড়েছিল। ইজিবাইক চালিয়ে সংসার চালালেও সেটি কিস্তিতে কেনা ছিল। কয়েক দিন আগে আর্থিক চাপে পড়ে আল আমিন ইজিবাইকটি বিক্রি করে দেন। এরপর থেকেই পারিবারিক টানাপোড়েন আরও তীব্র হয়।
জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, ‘সংসারের চাপ, টানাপোড়েন, রাগ, দুঃখ আর হতাশা—সব মিলিয়ে ওদের জীবনে যেন নিঃশেষ হয়ে গিয়েছিল আশার আলো। শেষমেশ এই পথই বেছে নিয়েছে ওরা।’
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে একসঙ্গে ‘কেরির ট্যাবলেট’ খান তারা। রাত ১০টার দিকে স্বজনেরা তাদের আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। রাত একটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল আমিনও।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই তারা আত্মহত্যা করেছেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং পুলিশ পাঠানো হয়েছে।’
এ ঘটনায় এলাকায় চরম শোক ও হতবাক ভাব বিরাজ করছে। সমাজকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
What's Your Reaction?






