আলীকদমে ৩৫ বছর ধরে অবহেলিত পাহাড়তলী পাড়া জামে মসজিদ

বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়তলী পাড়ার একমাত্র জামে মসজিদটি দীর্ঘ ৩৫ বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। প্রায় ১০০ পরিবারের ইবাদতের একমাত্র স্থান হলেও মাটির তৈরি এই মসজিদটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজসহ জুম’আর নামাজে শতাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করেন। তবে জায়গার স্বল্পতার কারণে অনেক সময় মুসল্লিদের দাঁড়ানোর পর্যাপ্ত স্থানও থাকে না। বৃষ্টির সময় চাল দিয়ে পানি গড়িয়ে পড়ে ভেতরে, আর মাটির দেয়াল যেকোনো সময় ধসে পড়ার শঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, ৩৫ বছর আগে আশপাশে কোনো মসজিদ না থাকায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে মাটির মসজিদটি নির্মাণ করেন। এর মধ্যে গত সপ্তাহে কুমিল্লার মাওলানা আব্দুর রশিদ সমাজ কল্যাণ সংস্থা ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় একটি অজুখানা নির্মিত হয়েছে।
পাহাড়তলী পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুর রহমান বলেন, “এলাকার মুসল্লিরা প্রতিদিন ঝুঁকি নিয়ে এখানে নামাজ পড়েন, কিন্তু এত বছরেও মসজিদের সংস্কার বা নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”
মুসল্লিরা জানান, দ্রুত একটি পাকা মসজিদ নির্মাণের ব্যবস্থা না হলে ভবিষ্যতে এখানে নামাজ আদায় করা কঠিন হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের কাছে জরুরি সহায়তা কামনা করেছেন।
What's Your Reaction?






