আচালং সীমান্তে বিএসএফের পুশইন, নারী-শিশুসহ ১৯ জন বাংলাদেশে ঠেলে দিল

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
May 26, 2025 - 19:06
 0  1
আচালং সীমান্তে বিএসএফের পুশইন, নারী-শিশুসহ ১৯ জন বাংলাদেশে ঠেলে দিল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন করে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে। সোমবার (২৬ মে) ভোর রাতে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা এসব বাংলা ভাষাভাষী মানুষকে আচালং সীমান্তের ডিবি পাড়া এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পুশইনের শিকার ব্যক্তিরা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন কৃষ্ণ দয়াল বিওপির ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা হেফাজতে অবস্থান করছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “পুশইন হওয়া ব্যক্তিরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।”

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি হন, তবে যথাযথ যাচাই শেষে তাদের নিজ নিজ জেলায় পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, চলতি মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিক দফায় বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করা হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সমন্বয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow