আখাউড়ায় মানবিক কর্মীদের মাঝে টি-শার্ট উপহার

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 3, 2025 - 13:06
 0  1
আখাউড়ায় মানবিক কর্মীদের মাঝে টি-শার্ট উপহার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সুযোগ্য প্যানেল চেয়ারম্যানের পক্ষ থেকে মানবিক ও সংগঠনিক কাজের স্বীকৃতি স্বরূপ আখাউড়া ব্লাড ফাউন্ডেশন-এর স্বেচ্ছাসেবক সদস্যদের মাঝে টি-শার্ট উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সংগঠনের উপদেষ্টা, স্বেচ্ছাসেবক সদস্য এবং গণমাধ্যমকর্মীরা। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আখাউড়া শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাবউদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রবিন মিয়া, নারী সদস্যদের প্রতিনিধি কাজী হাবিবা ইতু, ইউপি সদস্য রহিম মিয়া ও মুসা মিয়া, উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী পরিচালক আরাফাত সরকার, অমিত হাসান অপু এবং আরও কয়েকজন সক্রিয় সদস্য।

উল্লেখ্য, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন ২০২৩ সালের ২ জুন প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ১,৪০০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে রক্তদান, শতাধিক অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা এবং জাতীয় দিবসসমূহ পালনসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুব শিগগিরই একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে এই আয়োজন সফল করতে কিছু আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে, যা সংগঠনের স্বল্প সাধ্যে কঠিন হয়ে পড়েছে।

তাই সংগঠনটির পক্ষ থেকে মানবিক মনোভাবাপন্ন সকল সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও দাতাদের প্রতি আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। তাদের ভাষায়, “আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের এই মানবিক যাত্রাকে আরও শক্তিশালী করবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow