আক্কেলপুরে গণিপুর দাখিল মাদরাসায় শতভাগ ফেল

আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ
Jul 10, 2025 - 23:40
 0  4
আক্কেলপুরে গণিপুর দাখিল মাদরাসায় শতভাগ ফেল

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদরাসায় এবারের পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশের পর এই বিষম খবর জানা যায়। ফলাফলের সঙ্গে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

গণিপুর মাদরাসা সূত্রে জানা যায়, মোট ২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যাদের সবাইই ফেল করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, উপজেলায় ১০টি দাখিল মাদরাসায় মোট ২৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে মাত্র ৮২ জন পাস করেছেন।

মাদরাসার সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, “আমাদের মাদরাসায় কোনো বছরই শতভাগ ফেলের ঘটনা ঘটেনি। এটি একেবারেই অবিশ্বাস্য। এবারের এমন ফলাফলের কারণ খুঁজে দেখা হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান জানান, “গণিপুর দাখিল মাদরাসায় কেউ পাস করতে পারেনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মাদরাসার সুপার ও পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow