বিজয়নগরে ২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে ২ কোটি টাকার বেশি মূল্যের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসসহ মো. রাসেল (২৯) নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালীপাড়া) এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। বিজয়নগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম. রকীব উর রাজা।
আটক রাসেল কসবা পৌরসভার কল্যাণসাগর এলাকার বাসিন্দা। তিনি একটি মাইক্রোবাসে করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ হাজার ৬০০ পিস ডিসপ্লে উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
অভিযানে রাসেলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”
What's Your Reaction?






