চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর কারণ পান্না’

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 24, 2025 - 18:03
 0  4
চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর কারণ পান্না’

“আমার মরার কারণ হলো জলিল শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার... ও এমন সাজা হোক যাতে আমার মতো আর কারো জীবন না নষ্ট করতে পারে।” — মৃত্যুর আগে দেড় পৃষ্ঠার চিরকুটে লেখা দশম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তারের এই শেষ আকুতিই যেন প্রতিধ্বনিত হলো পিরোজপুরের নাজিরপুরের রাজপথে।

নাসরিনের আত্মহত্যার প্ররোচনাকারী অভিযুক্ত পান্না সিকদারের ফাঁসির দাবিতে আজ রবিবার (২৪ আগস্ট) মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার বিদ্যালয় রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী। দুপুর ২টায় বিদ্যালয়ের সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে শোকাহত ও ক্ষুব্ধ অংশগ্রহণকারীরা দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেফতার ও তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নিয়ে নাসরিনের এক সহপাঠী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের বান্ধবী নাসরিনের সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে, তার জন্য পান্না নামের এক যুবক দায়ী। আমরা চাই, তাকে যেন দ্রুত গ্রেফতার করে এমন কঠিন শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কোনো পান্না এমন ভয়ংকর অপরাধ করার সাহস না পায়।”

শিক্ষার্থীরা এ সময় ‘নাসরিনের জন্য বিচার চাই’, ‘প্ররোচনাকারী পান্নার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন এবং অভিযুক্তের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মেধাবী ছাত্রী নাসরিন আত্মহত্যার আগে একটি হৃদয়বিদারক চিরকুট রেখে গেছে। সেখানে সে স্পষ্ট লিখেছে, স্থানীয় জলিল শিকদারের ছেলে পান্না শিকদার বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু নাসরিনের পরিবার বিয়ের জন্য চাপ দিলে পান্নার পরিবার তা প্রত্যাখ্যান করে। এই প্রতারণা ও অপমান সহ্য করতে না পেরেই আমাদের মেয়েটি এমন পথ বেছে নিয়েছে। আমরা এই জঘন্য অপরাধের জন্য দায়ী পান্নার ফাঁসি দাবি করছি।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে অভিযুক্ত পান্না সিকদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দশম শ্রেণির মেধাবী ছাত্রী নাসরিন আক্তার। মৃত্যুর আগে সে একটি চিরকুট লিখে যায়, যেখানে সে তার মৃত্যুর জন্য পান্না সিকদারকে দায়ী করে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা উল্লেখ করে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow