খাগড়াছড়িতে ভারতীয় মুসলিমদের জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
May 7, 2025 - 18:19
 0  3
খাগড়াছড়িতে ভারতীয় মুসলিমদের জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় বুধবার (৭ মে) ভোর ৫টায় ভারতীয় মুসলিম নাগরিকদের জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে এসব নাগরিক অনুপ্রবেশ করে এবং স্থানীয় ব্যক্তিদের বাড়িতে আশ্রয় নেয়।

জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বেলছড়ি বিওপি এবং শান্তিপুর বিওপি-এর মাঝামাঝি সীমান্ত এলাকায় ২৭ জন ভারতীয় মুসলিম নাগরিক (গুজরাট রাজ্যের) গোমতি ইউনিয়নের শান্তিপুর ও হাজীপাড়া এলাকায় অনুপ্রবেশ করে এবং আবুল হোসেন মেম্বারের বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা এসে তাদের নিরাপত্তার জন্য হেফাজতে নেয়।

অপরদিকে, মাটিরাঙ্গা উপজেলাধীন ২৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তাইন্দং বিওপি এর সীমান্তবর্তী এলাকা দিয়ে ২২ জন ভারতীয় মুসলিম নাগরিকও মাটিরাঙ্গায় অনুপ্রবেশ করেছে। পাশাপাশি, খাগড়াছড়ির ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রুপসেনপাড়া বিওপি’র সীমান্তবর্তী এলাকা দিয়ে আরও ৩০ জন ভারতীয় নাগরিক পানছড়ি উপজেলায় প্রবেশ করেছে।

এছাড়া, ভারতীয় মুসলিম নাগরিকদের অভিযোগ অনুসারে, তাদের পূর্বপুরুষরা বাংলাদেশী নাগরিক ছিলেন, এ কারণে তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

সুত্র জানায়, এসব নাগরিকদের সঙ্গে আরও ৪০০ থেকে ৫০০ ভারতীয় মুসলিম নাগরিক বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) এর তত্ত্বাবধানে খেদাছড়া, যামিনীপাড়া, খাগড়াছড়ি এবং পানছড়ি সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে।

এ বিষয়ে আরও জানা গেছে, ভারতীয় নাগরিকদের গুজরাট রাজ্য থেকে বিমানযোগে ত্রিপুরা রাজ্যে নিয়ে এসে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর পরিকল্পনা ছিল।

এ ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া চলছে, যাতে এই অনুপ্রবেশের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow