কোরবানী ছাড়া ইসলাম বিজয় হবে না: শাইখুল হাদিস আলী

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Oct 2, 2025 - 22:29
 0  11
কোরবানী ছাড়া ইসলাম বিজয় হবে না: শাইখুল হাদিস আলী

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী বলেছেন, অতীতেও কোরবানী ছাড়া ইসলাম বিজয় হয়েছে না, বর্তমানেও কোরবানীর প্রয়োজন আছে। তাই আমাদের সর্বদা প্রস্তুত

তিনি আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, সালথা উপজেলা শাখার আয়োজনে মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত ‘জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে জনশক্তি সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শাহ্ আকরাম আলী আরও বলেন, “আমরা মুসলমান, এই মাটি আমাদের মুসলমানদের। ইসলাম বিজয় হয়েছে কোরবানির মাধ্যমে। এখনও কোরবানী ছাড়া ইসলাম বিজয় সম্ভব নয়। এই জমিন আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে অর্জিত। ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দান প্রয়োজন। এদেশের মানুষ, যুবক ও বৃদ্ধরা সকলেই প্রস্তুত।” তিনি বলেন, আমাদের দলকে দুর্বল মনে করা হয়, কিন্তু আমরা দুর্বল নই। প্রয়োজন হলে আমরা জিহাদ করব এবং আল্লাহর দ্বীন কায়েম করতে সর্বদা চেষ্টা চালাব। বক্তব্য শেষে তিনি দুহাত তুলে দোয়া করেন ও যুবকদের জন্য কবুলের প্রার্থনা করেন।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি শারাফাত হোসেন বলেন, “আমরা কাউকের কাছে মাথা নত করতে রাজী নই। আমাদের পরিচয় ভালো, তাই সবাই হুঁশিয়ার থাকুন। এদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা এক হয়ে প্রতিটি স্থানে আমাদের অধিকার নিশ্চিত করব।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাসান। এতে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুহাঃ এজাজুল হক, প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ, কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ্ আশরাফ, জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা, কেন্দ্রীয় প্রশিক্ষণ সহ-সম্পাদক মোল্লা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ এবং জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow