এনসিপি নেতাদের ওপর নিউইয়র্কে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ওইদিন যুক্তরাষ্ট্রে সফররত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এসময় এনসিপি নেত্রী তাসনিম জারাও হামলার শিকার হন। ঘটনাটি প্রবাসী মহলসহ দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এ ঘটনার পর এক জরুরি প্রতিক্রিয়ায় এনসিপি জানায়, আওয়ামী লীগ এ হামলার সঙ্গে জড়িত। তারা অভিযোগ করে বলেন, সরকারের ব্যর্থতার কারণেই দেশের বাইরে রাজনৈতিক নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দলটি অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। একইসঙ্গে সারাদেশে বিক্ষোভসহ কর্মসূচি ঘোষণা করে।
এ প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, আক্কাস মীর, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, সাহিল আহমদ, বিন ইয়ামিন, মুজিবুর রহমান, জয়ন্তী বিশ্বাসসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিদেশের মাটিতে ভিন্ন রাজনৈতিক মতের কারণে হামলার ঘটনা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।
What's Your Reaction?






