রাজশাহী-১: বিএনপির শরীফ উদ্দিনসহ তিনজনের মনোনয়ন বৈধ, বাতিল হলো তিনজনের
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিনসহ তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, হলফনামায় তথ্যগত অসঙ্গতি ও নানা ত্রুটির কারণে বাকি তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে যে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে তারা হলেন— বিএনপির মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, এবি পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান।
অন্যদিকে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও কাগজপত্রে গরমিল থাকায় তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতানুল ইসলাম (তারেক) এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র আরও জানায়, স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ ও মো. সুলতানুল ইসলাম (তারেক)-এর জমাকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্যে গরমিল পাওয়া গেছে। এছাড়া সুলতানুল ইসলাম তারেকের আয়কর সংক্রান্ত কাগজপত্রেও অসঙ্গতি ধরা পড়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে, গণ অধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহানের দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরের সঙ্গে প্রকৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এই জালিয়াতি ও অসঙ্গতির কারণে তার মনোনয়নটিও বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
What's Your Reaction?
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ