ভেনেজুয়েলায় ভয়াবহ মার্কিন হামলা, স্ত্রীসহ প্রেসিডেন্ট আটক

আন্তর্জাতিক ডেস্কঃ
Jan 3, 2026 - 16:41
 0  2
ভেনেজুয়েলায় ভয়াবহ মার্কিন হামলা, স্ত্রীসহ প্রেসিডেন্ট আটক

ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। আটকের পরপরই তাঁদের ভেনেজুয়েলার বাইরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (০৩ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব ও দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি সমন্বিত এবং ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানকে ‘অত্যন্ত সফল’ হিসেবে অভিহিত করে তিনি জানান, অভিযানের একপর্যায়ে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে একসঙ্গে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাঁদের দেশের বাইরে নিয়ে যাওয়া হয়।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে ট্রাম্প জানান, এই অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সামরিক সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। তবে অভিযানের কৌশল বা সুনির্দিষ্ট প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ফ্লোরিডার মার-এ-লাগোতে অবস্থিত তাঁর বাসভবনে স্থানীয় সময় সকাল ১১টায় তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরবেন।

হঠাৎ এই সামরিক পদক্ষেপ এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সবার দৃষ্টি এখন ট্রাম্পের আসন্ন সংবাদ সম্মেলনের দিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow