রাণীনগরে বিএনপি নেতা বেদারুল ইসলাম সাময়িক বহিষ্কার

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Dec 4, 2025 - 16:47
 0  17
রাণীনগরে বিএনপি নেতা বেদারুল ইসলাম সাময়িক বহিষ্কার

নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেদারুল ইসলাম নামের উপজেলা বিএনপির এক নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, বিভ্রান্তি ছড়ানো এবং সংগঠনের ক্ষতিসাধনের অপচেষ্টার অভিযোগে জেলা বিএনপি তাকে এ বহিষ্কারাদেশ প্রদান করে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশিত এক চিঠিতে তার বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চিঠিতে বেদারুল ইসলামকে কাশিমপুর ইউনিয়ন বিএনপির “সাবেক সভাপতি” হিসেবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, “তারেক রহমান সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট করায় তাকে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও জানান, এর আগে বেদারুল ইসলাম ফেসবুকে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেন। পরে তাকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময়ে গ্রহণযোগ্য জবাব না দেওয়ায় তাকে প্রথমে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, পরবর্তীতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

জেলা বিএনপি পাঠানো বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়—অদ্য থেকে বেদারুল ইসলাম দলীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। পাশাপাশি দলের কোনো অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী তার সঙ্গে দলীয় যোগাযোগ রক্ষা করবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow