আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন শেখ হাসিনা
রায়ের মাত্র কিছুক্ষণ পরই আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া পাঁচ পৃষ্ঠার লিখিত প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে তিনি বলেছেন ‘পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত অন্তর্র্তীণ হামলা’।
বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন, তাঁর দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দুর্বল ও বিচ্ছিন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার এই রায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, “আমি কখনো ন্যায্য বিচার থেকে পিছিয়ে যাইনি। প্রমাণসমূহ স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করতে সক্ষম একটি ট্রাইব্যুনালের মুখোমুখি হতে আমি সবসময় প্রস্তুত।”
তিনি আরও দাবি করেন, মানবাধিকার, উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে তাঁর সরকারের অর্জনগুলো রাজনৈতিক প্রতিহিংসার আড়ালে প্রশ্নবিদ্ধ করতে চাইছে প্রতিপক্ষ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
ছয় ভাগে সাজানো ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ দুপুর ১২টা ৩৪ মিনিটে পাঠ শুরু হয় এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। শেষে আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করা হয়।
তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয়টিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ