২৪এর আন্দোলনকারীদের ওপর ক্ষোভ ঝাড়লেন বঙ্গবীর কাঁদের সিদ্দিকী

ছাত্র-জনতার অভ্যুত্থানকে একসময় 'দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি' বলে অভিহিত করলেও এখন সেই আন্দোলনকারীদের কর্মকাণ্ডে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি বলেছেন, আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তাদের হাজার বছরের বিজয় আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
এক বিস্ফোরক মন্তব্যে তিনি বর্তমান সরকারের সহযোগীদের (দোসর) সাবেক আওয়ামী লীগ সরকারের সহযোগীদের চেয়েও ‘বড় স্বৈরাচার’ বলে আখ্যায়িত করেছেন।
বঙ্গবীর বলেন, "আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, ২৪-এর আন্দোলনকে আমি সমর্থন করি। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরেই তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে, এইটা আমরা আশা করিনি।"
আন্দোলনকারীদের আচরণের সমালোচনা করে তিনি বলেন, "বর্তমানে ২৪-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে।"
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, "আর যদি বলা যায়, আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররা তো বড় স্বৈরাচার।"
কাদের সিদ্দিকীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
What's Your Reaction?






