সম্প্রীতির রঙে রঙিন মাগুরা: জন্মাষ্টমীর শোভাযাত্রায় হাজারো ভক্তের ঢল

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 17, 2025 - 10:20
 0  2
সম্প্রীতির রঙে রঙিন মাগুরা: জন্মাষ্টমীর শোভাযাত্রায় হাজারো ভক্তের ঢল

ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা আর কৃষ্ণনামের সমবেত জয়গানে মুখরিত হয়ে উঠলো মাগুরার রাজপথ। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার মাগুরায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা, যা ধর্ম-বর্ণ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে এক মহা মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের নিতাই গৌর গোপাল সেবাশ্রম (নিজনান্দুয়ালী) থেকে হাজারো ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মতুয়া সম্প্রদায়সহ অগণিত ভক্ত নানা সাজে সজ্জিত হয়ে, বাদ্যযন্ত্রের তালে তালে নগর প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়, যেখানে মঙ্গলা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

শোভাযাত্রা শেষে আশ্রম প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় আলোচনা সভাটি পরিণত হয় এক অসাম্প্রদায়িক মঞ্চে, যা মাগুরার ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে। শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা শাখার সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর এমবি বাকের, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয় এবং মাগুরা কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক মোহন লাল রায়। একই মঞ্চে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের উপস্থিতি সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

আলোচনা সভায় চিন্ময়ানন্দ বাবাজি, মহারাজ চঞ্চল গোসাই এবং ভবানন্দ দাস বাবাজী মহারাজ ধর্মীয় আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow