মাগুরার মহম্মদপুরে সমাজসেবা অফিসের নারী কর্মীর রহস্যজনক মৃত্যু

মাগুরার মহম্মদপুরে উপজেলা সমাজসেবা অফিসের সুরক্ষা প্রকল্পে কর্মরত পাপিয়া দত্ত (৩৬) নামের এক নারী সমাজকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাতে মহম্মদপুর উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত প্রমোট মহিলা হোস্টেলের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত পাপিয়া দত্ত ওই হোস্টেলেই একা বসবাস করতেন। তার স্বামী মিঠুন ধর খুলনায় একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তাদের একমাত্র কন্যা খুলনায় বাবার সঙ্গে থেকে পড়াশোনা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় হোস্টেলের দ্বিতীয় তলায় বসবাসরত আনসার ভিডিপির এক নারী সদস্য পাপিয়া দত্তর কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে যান। তখন তিনি বিছানার এক কোণে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাপিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি অন্যদের জানান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
What's Your Reaction?






