ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, ৫৭ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোড ও কুমারশীল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও ফুটপাত দখল উচ্ছেদ করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।
অভিযানে প্রথমেই জেল রোডে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সড়ক দখল করে রাখা একটি এম্বুলেন্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) সামনে রাস্তার উপর ভ্যান রেখে ব্যবসা করার দায়ে এক দোকানিকে ৫০০ টাকা, কুমারশীল মোড়ে ফুটপাতে ইট রাখার দায়ে ৩ হাজার টাকা এবং আমিন কমপ্লেক্স ভবনের নিচে ফুটপাত দখল করে বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রাখার দায়ে সংশ্লিষ্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন,
“শহরের সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য। অযাচিতভাবে এগুলো দখল করলে জনভোগান্তি বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আজকের অভিযানে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
What's Your Reaction?






