বোয়ালমারীতে আইনশৃঙ্খলা বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 18, 2025 - 18:03
 0  2
বোয়ালমারীতে আইনশৃঙ্খলা বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি— পুলিশকে সহায়তা করি, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। কেউ কেউ পুলিশের প্রশংসাও করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। তিনি বলেন, “মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন, দেখবেন তারা নিজেরাই নির্মূল হয়ে যাবে। দয়া করে মাদক সেবনকারী বা বিক্রেতাকে ছাড়াতে থানায় আসবেন না। এ ধরনের অনুরোধ করলে আমরা নিরুৎসাহিত হবো।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাব-ইন্সপেক্টর মাহমুদ হাসানের সঞ্চালনায় সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow