বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের নামাজে জানাজা আজ বিকেল পাঁচটায় রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সম্মাননায় জানাজা শেষে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কমিউনিস্ট পার্টির নেতা রফিকুজ্জামান লায়েকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং সামাজিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
What's Your Reaction?






