নোয়াখালীতে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
May 7, 2025 - 22:52
May 7, 2025 - 22:55
 0  5
নোয়াখালীতে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সেনবাগে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।

বুধবার (৭ মে) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাশেমের তিন মেয়ে, সবাই বিবাহিত। কোনো ছেলে নেই। তিনি স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। এ কারণে প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ ও তার ভাইয়েরা কাশেমের ওপর গায়ের জোর দেখিয়ে চলত।

গতকাল মঙ্গলবার বিকেলে কাশেমের বাড়ির আম গাছের ঢাল তার সীমানার বাহিরে গেছে বলে জানায় হানিফ। এ সময় গাছের ঢালকাটা নিয়ে কাশেমের সঙ্গে হানিফের কথা-কাটাকাটি হয়।

বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হলে ঢাল কাটা নিয়ে বিরোধের জেরে হানিফসহ তার ভাই মিঠু, হোরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে কাশেমের কান দিয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। সকাল বেলা মারধর করেছে। বয়স্ক মানুষ, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow