চার্জশিট প্রত্যাখ্যান, সুষ্ঠু বিচারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের অবস্থান

What's Your Reaction?







সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখ্যান করে সুষ্ঠু বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১ টা ৩০ মিনিট থেকে বিকাল ২ টা ৩০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং ঘটনার পুনরায় তদন্তের দাবি জানান। তারা আবু সাঈদ হত্যাকাণ্ডের সঠিক বিচারের ওপর জোর দিয়েছেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বলেন, আমরা ট্রাইব্যুনালের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বসার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা উপস্থিত হননি। তারা দাবি করছে হামলা ক্যাম্পাসের ভেতর থেকে হয়েছে, যা আমাদের মতে মিথ্যাচার। বাংলাদেশে বিচারহীনতার বড় প্রমাণ হলো এ চার্জশিট, যা অত্যন্ত সন্দেহজনক।
শিক্ষার্থী সুমন আহমেদ জানান, চার্জশিট প্রকাশের আগে তদন্ত কমিটি রংপুরে এসে সাক্ষী ও সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে চার্জশিট প্রকাশের কথা ছিল। কিন্তু তারা কারও সঙ্গে যোগাযোগ না করে মনগড়া তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়েছে, যা প্রহসনের শামিল। তাই শিক্ষার্থীরা মিথ্যা তদন্ত ও চার্জশিট প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, তারা কি করছে তা আইনের বিষয়, আমরা তা জানি না। সাবেক প্রক্টরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকলে তথ্য-উপাত্তের মাধ্যমে জানা যাবে। শিক্ষার্থীদের সঙ্গে তদন্ত রিপোর্ট নিয়ে আলোচনা হয় না।
উল্লেখ্য, এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলো সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।
Aug 3, 2025 0 389
Aug 4, 2025 0 278
Aug 1, 2025 0 177
Jul 31, 2025 0 126
Aug 8, 2025 0 113
Aug 11, 2025 0 3
Aug 11, 2025 0 3
Aug 10, 2025 0 1
Aug 10, 2025 0 3
Aug 10, 2025 0 3
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।