কুবিতে লিবারেল মাইন্ডসের নতুন নেতৃত্ব: জাহিদ ভিপি, রাজীব সম্পাদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহশিক্ষা সংগঠন ‘লিবারেল মাইন্ডস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৫ গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ হোসাইন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজীব মিয়া। উভয়েই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রবিবার (১৮ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করেন। এই নির্বাচন কমিশনে সহযোগী অধ্যাপক মো. হারুন এবং সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীমসহ অন্যান্য শিক্ষকরা।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে কে. এম. ইশতিয়াক রহমান (১৫তম আবর্তন), ক্রীড়া সম্পাদক পদে কাজী তাহসিন আহমেদ (১৬ তম আবর্তন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ নাঈম খান (১৮ তম আবর্তন) নির্বাচিত হয়েছেন। এছাড়া রিডিং সার্কেলের আহবায়ক হয়েছেন ফাতেহা আক্তার (১৬ তম আবর্তন), ডিবেট ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের আহবায়ক মোহাম্মদ ফারুক (১৬ তম আবর্তন), থিয়েটারের আহবায়ক আসমা-উল-হুসনা (১৬ তম আবর্তন) এবং কালচারাল ক্লাবের আহবায়কের দায়িত্ব পেয়েছেন সামিন শাহরিয়া (১৬ তম আবর্তন)।
নির্বাচিত সহ-সভাপতি মো. জাহিদ হোসাইন বলেন, “লিবারেল মাইন্ডসের মূল লক্ষ্য শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং কার্যকরী যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। আমাদের কর্মসূচিগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক রাজীব মিয়া বলেন, “লিবারেল মাইন্ডসের প্রতিটি উইংসে মাসিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠনের প্রতিটি সদস্যকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা হবে।”
উল্লেখ্য, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে সভাপতি পদের জন্য পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
What's Your Reaction?






