আলফাডাঙ্গা উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। একইসঙ্গে গঠিত হয়েছে আলফাডাঙ্গা পৌর শ্রমিক দলেরও পূর্ণাঙ্গ কমিটি।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা শ্রমিক দলের সভাপতি শামচুল হক সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের যৌথ স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আলফাডাঙ্গা উপজেলা শ্রমিক দলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান এস. এম. মাহমুদুল আহসান ইয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মকিনুর শিকদার। ৫১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে আরও রয়েছেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ। অন্যদিকে, পৌর শ্রমিক দলের সভাপতি হয়েছেন কাইয়ুম শিকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আরিফুজ্জামান। তারাও ৫১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি পেয়েছেন।
এর আগে অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শামচুল হক সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী জসীমউদ্দীন কাকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
সবশেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা।
What's Your Reaction?






