আগৈলঝাড়া সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ভর্তি সহায়তা কেন্দ্র চালু
বরিশালের আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি কেন্দ্র চালু করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কলেজ শাখা। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে।
ভর্তি সহায়তা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা করা হয়। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন আগৈলঝাড়া সরকারি কলেজ শাখার সভাপতি পি.এম সৈকত ইসলাম এবং সাধারণ সম্পাদক তাকিউল্লাহ শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে, ইসলামী ছাত্র আন্দোলন আগৈলঝাড়া উপজেলা সভাপতি রিফাত সিকদার এবং ইসলামী যুব আন্দোলন আগৈলঝাড়া উপজেলা সভাপতি নাসির উদ্দিন শাহ্ কেন্দ্রটি পরিদর্শন করেন। তারা জানান, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ ও ভোগান্তিমুক্ত করতেই তাদের এই উদ্যোগ। তারা আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে একটি সুন্দর ও ন্যায্য সমাজ গঠনে কাজ করে যেতে চায়।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই ভর্তি সহায়তা কেন্দ্রটিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং ಸ್ಥಳೀಯভাবে এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন।
What's Your Reaction?
মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ