নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে তদন্তে পুলিশ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
May 7, 2025 - 17:59
 0  5
নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে তদন্তে পুলিশ

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে কাঠবাদামের প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী মো. কামাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (৭ মে) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুধারাম মডেল থানার পুলিশ। এর আগে সোমবার (৪ মে) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের পাকিস্তানীর বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. কামাল উদ্দিন চর শুল্লুকিয়া গ্রামের আনোয়ার উল্যার ছেলে। স্থানীয় একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, “সোমবার দুপুরে প্রতিবেশী কামাল উদ্দিনের বাড়িতে তার ছেলের বউয়ের কাছে একটি প্রয়োজনে আমার মেয়েকে পাঠাই। পরে সে বাড়ি ফেরার পথে কামাল উদ্দিন কাঠবাদাম কুড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে একটি গাছের নিচে তার মুখ চেপে ধরে নির্যাতন (ধর্ষণ) করে। পরে আমার মেয়ের চিৎকার শুনে পাশের এক নারী এগিয়ে এলে কামাল দৌঁড়ে পালিয়ে যায়।”

ওই নারী ঘটনাটি আশপাশের লোকজনকে জানালে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন বলে জানান ভুক্তভোগীর মা।

তিনি আরও জানান, “যদি ওই মহিলা বিষয়টি না দেখতেন, তাহলে হয়তো আমার মেয়েকে মেরেই ফেলতো। আমরা এখনও থানায় অভিযোগ করিনি। তবে সঠিক বিচার না পেলে অভিযোগ করবো।”

এবিষয়ে কথা বলতে অভিযুক্ত কামাল উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনাটি জানাজানির পর থেকেই তিনি পলাতক।

এদিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে আজ সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow