ফরিদপুরে উদ্ধার হওয়া সেই শক্তিশালী বোমাটির সফল বিস্ফোরণ
ফরিদপুরের আলিমুজ্জামান ব্রিজের পাশ থেকে উদ্ধার হওয়া সেই শক্তিশালী বোমাটি অবশেষে নিরাপদে ধ্বংস করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে ‘অ্যান্টি-টেররিজম ইউনিট’-এর একটি বিশেষ দল ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।
এর আগে, শনিবার সকালে শহরের আলিমুজ্জামান ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এই প্রাণঘাতী বোমাটি উদ্ধার করা হয়।
বোমাটি নিষ্ক্রিয় করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যান্টি-টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর সাহা বলেন, "উদ্ধারকৃত বস্তুটি ছিল মূলত একটি 'আইইডি' (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)। রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত এই বোমাটি অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী ছিল এবং এটি পাওয়ার সাপ্লাই দ্বারা সংরক্ষিত ছিল।"
তিনি আরও জানান, বোমাটি বিস্ফোরিত করার সময় এর ধ্বংসাবশেষ প্রায় ১৫ ফুট উপরে উঠে যায় এবং বিকট শব্দে পুরো এলাকায় কম্পন অনুভূত হয়। এটি যদি লোকালয়ে বিস্ফোরিত হতো, তবে জেলাজুড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাপক প্রাণহানির আশঙ্কা ছিল।
এদিকে, আতঙ্ক সৃষ্টিকারী এই বোমাটি নিরাপদে ধ্বংস করার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ