রাণীনগরে চোলায় মদসহ দুই মাদক কারবারি আটক

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Nov 19, 2025 - 17:12
 0  4
রাণীনগরে চোলায় মদসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪নং পারইল ইউনিয়নের তালপুকুর এলাকায় ১০ লিটার বাংলা চোলায় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে এসআই নাজমুল হকের নেতৃত্বে রাণীনগর থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাংলা চোলায় মদসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—পারইল তালপুকুর গ্রামের মৃত লগেন সরকারের ছেলে লক্ষ্মণ সরকার (৪৪) এবং একই গ্রামের নেপাল সরকারের স্ত্রী শ্রীমতী পলি রাণী (৩১)।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু রায়হান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটক দুইজনকে ইতোমধ্যেই আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow