ভাঙ্গায় লকডাউনের প্রভাব নেই: যানবাহন চলাচল স্বাভাবিক

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 17, 2025 - 14:56
 0  8
ভাঙ্গায় লকডাউনের প্রভাব নেই: যানবাহন চলাচল স্বাভাবিক

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাব জনজীবনে পড়েনি। ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ে, ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও ঢাকা-খুলনা মহাসড়কসহ সব গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা বিশ্বরোডেও যান চলাচলে কোনো প্রভাব দেখা যায়নি।

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

সকালেই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, “কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন, এপিবিএন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছে। ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে, সেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না।”

এসময় সেনাবাহিনী, এপিবিএন ও বিজিবির কর্মকর্তা এবং সদস্যরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow