শ্রীনগরে প্রবাসীর লীজ সম্পত্তি বালি ভরাট করে বিক্রির অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর এলাকায় এক প্রবাসীর লীজকৃত সরকারি সম্পত্তিতে বালি ভরাট করে বিক্রির পায়তারার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালাশুর গ্রামের মৃত ইসলাম কাড়ালের ছেলে ইউনুছ কাড়াল, মাসুদ কাড়াল ও আমিন ঢালী সম্প্রতি রাঢ়ীখাল মৌজার সরকারি ভেস্ট্রেট লীজকৃত ৫০ শতাংশ জমিতে ড্রামের সাহায্যে বালি ভরাট করছেন। অভিযোগ রয়েছে, তারা সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে এই জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, বালাশুর এতিমখানার পশ্চিম পাশে সাবেক ৯৩, ৯৪ ও হালে ১০৮৯ দাগের ৫০ শতাংশ জমিতে রাতের আধারে বালি ফেলা হচ্ছে। জানা যায়, এই জমির ২৫ শতাংশ প্রবাসী মনিরুজ্জামান হিমেল ২০১৬ সাল পর্যন্ত লীজে রেখে খাজনা পরিশোধ করেছেন। বাকি ২৫ শতাংশসহ পুরো জমিতে এখন বালি ফেলে তা জাহাঙ্গীর চৌকিদার, জসিম শিকদার, করিম ঢালী ও ইয়াছিনদের কাছে মৌখিকভাবে বিক্রির অভিযোগ রয়েছে ইউনুছ কাড়ালগংয়ের বিরুদ্ধে।
সরকারি সম্পত্তিতে বসবাসকারী প্রবাসী জাহাঙ্গীর চৌকিদারের স্ত্রী জানান, “আমরা চার শরিক হয়ে ইউনুছ কাড়ালের কাছ থেকে এই সম্পত্তি কিনেছি।”
অভিযুক্ত ইউনুছ কাড়াল বলেন, “এই ৫০ শতাংশ জমি আমার মা জহুরা বেগমের নামে লীজ ছিল। মায়ের মৃত্যুর পর আমি নোটারী পাবলিকের মাধ্যমে মালিক হই।” তবে সরকারি অনুমতি ছাড়া বালি ভরাট করা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি কোন পরিষ্কার উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, “বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
What's Your Reaction?






