বিজয়নগরে মালিকবিহীন কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে মালিকবিহীন কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
রবিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পরিচালিত ওই অভিযানে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়।
এসময় ব্যবহৃত কার্টুনে লুকানো অবস্থায় ভারতীয় উন্নতমানের ৪৪৯ পিস লেহেঙ্গা ও ১৪৭ পিস শাড়ি উদ্ধার করা হয়। আটককৃত এসব অবৈধ মালামালের সিজার মূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল দ্রুতই আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা সর্বদা সজাগ রয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবি নিশ্চিত করেছে।
What's Your Reaction?






