গাজীপুরে জাল নোট ও অস্ত্রসহ দুই অভিযানে গ্রেফতার ২

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
Jul 2, 2025 - 22:06
 0  5
গাজীপুরে জাল নোট ও অস্ত্রসহ দুই অভিযানে গ্রেফতার ২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে মহানগর এলাকায় সম্প্রতি পরিচালিত দুটি সফল অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খানের দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা শাখা (উত্তর) ও টঙ্গী পূর্ব থানা পুলিশের দুটি চৌকস দল পৃথক দুটি অভিযান চালায়।

প্রথম অভিযানে, জিএমপি গোয়েন্দা শাখা (উত্তর) চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিংমলের সামনে ফুটপাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মূল্যমানের মোট ২,৯৮,২০০/- (দুই লক্ষ আটানব্বই হাজার দুইশত) টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক মোড়ে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ এক অস্ত্রধারী আসামিকে গ্রেফতার করা হয়।

উভয় ঘটনায় বাসন থানা এবং টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ)সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow