ঢাবির ৫ মেধাবী শিক্ষার্থী পেলেন ‘সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থী ‘সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) উপাচার্যের দফতর সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. তাপস চন্দ্র পাল।
অনুষ্ঠানে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের মেধার একটি বড় স্বীকৃতি। শিক্ষার্থীরা যেন শুধু নিজ উন্নয়নেই সীমাবদ্ধ না থেকে মানবকল্যাণেও ভূমিকা রাখে—এই আহ্বান জানান তিনি। প্রয়াত সুরুচী বালা পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, তিনি ছিলেন একজন নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ সচেতন মানুষ। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নেওয়ায় ড. তাপস চন্দ্র পালকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, এই মহৎ উদাহরণ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীদেরও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।
বৃত্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থী হলেন—ম্যানেজমেন্ট বিভাগের মো. ইব্রাহিম সোহেল, অর্থনীতি বিভাগের তন্ময় হোসেন সিয়াম, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মো. শাহরিয়ার আলম ইমন, ফার্মেসী বিভাগের স্টালিন চাকমা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদি হাসান। তাঁদের এ অর্জনকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
What's Your Reaction?






