লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাটে একই লাইনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মতো ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন শত শত যাত্রী, তবে ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
(২৮ জুলাই) সোমবার, দুপুর ২টার দিকে লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা 'লালমনি এক্সপ্রেস' ট্রেনটি লালমনিরহাট স্টেশনে যাত্রী নামিয়ে দিয়ে ইঞ্জিন ঘুরিয়ে 'সালটিংয়ের' (স্থানান্তর) জন্য মোগলহাট রেললাইনের দিকে যাচ্ছিল। ঠিক একই সময়ে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি একই লাইনে ঢুকে পড়লে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের তীব্রতায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি দুমড়ে-মুচড়ে লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে গুরুত্বপূর্ণ লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কমিউটার ট্রেনের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। রেলওয়ের নিরাপত্তা বিভাগের লালমনিরহাট অঞ্চলের কর্মকর্তা বেনজির আহমেদ জানান, “ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লাইন সচল করতে উদ্ধারকাজ শুরু হয়েছে।”
প্রাথমিকভাবে ভুল সিগন্যালকেই এই দুর্ঘটনার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, “ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, রেলওয়ের কর্মীরা লাইন মেরামত ও দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।
What's Your Reaction?






