মাগুরায় ২০ মেধাবী শিক্ষার্থী পেল জেলা প্রশাসনের শিক্ষাবৃত্তি
মাগুরায় জেলা প্রশাসনের 'শিক্ষা সহায়তা ফান্ড'-এর আওতায় দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতার অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা শহরের কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ১০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬,০০০ টাকা করে মোট ৬০,০০০ টাকা এবং সূর্যমুখী শিশু বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল। এসময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ কালেক্টরেট কলেজিয়েট স্কুল ও সূর্যমুখী শিশু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে উপস্থিত সুধীজন আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ