আখাউড়া চেকপোস্ট হয়ে আগরতলায় গেলেন সন্তু লারমা

শাহাবউদ্দিন আহমেদ, আখাউরা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
May 3, 2025 - 23:55
 0  6
আখাউড়া চেকপোস্ট হয়ে আগরতলায় গেলেন সন্তু লারমা

স্বাস্থ্য পরীক্ষা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শনিবার (৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট অতিক্রম করে তিনি ভারতে প্রবেশ করেন।

পার্বত্য চট্টগ্রাম থেকে সড়কপথে আখাউড়া এসে সীমান্ত অতিক্রম করেন সন্তু লারমা। এই চেকপোস্ট দিয়ে এটিই তার প্রথম ভারত সফর। চেকপোস্টে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সন্তু লারমা বলেন, “এই পথে এই প্রথম ভারত যাচ্ছি। আগরতলায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাতৃ-পিতৃ তর্পণ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করব।”

তবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। সংক্ষেপে বলেন, “একবার রাঙামাটি ঘুরে দেখে যান—তবেই সব বুঝবেন।” এরপর আর কিছু জানাতে অনীহা প্রকাশ করেন।

তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী শ্যামল লারমা জানান, সন্তু লারমা এ পথেই দেশে ফিরবেন। তবে তার ফেরার নির্ধারিত তারিখ এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। জনসংহতি সমিতির সভাপতি হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করেন সন্তু লারমা। পরে ১৯৯৯ সালের ১২ মে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে তিনি এ পদে বহাল রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow