নাজিরপুরে বেলুয়া নদীতে ৭০ বছর ধরে মিলছে ভাসমান তরমুজের হাট

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 26, 2025 - 17:13
 0  9
নাজিরপুরে বেলুয়া নদীতে ৭০ বছর ধরে মিলছে ভাসমান তরমুজের হাট

প্রতি বছর মার্চ থেকে এপ্রিল পর্যন্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে বসে এক অভিনব ভাসমান তরমুজের হাট, যা গত ৭০ বছর ধরে চলছে। এই সময়টাতে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার সকালে নদীর পাড়ে বসে তরমুজের ব্যস্ত হাট। নাজিরপুর উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে বৈঠাকাটা বাজার ও বেলুয়া মুগারঝোর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেলুয়া নদী। হাটে ব্যবসায়ী ও কৃষকরা তরমুজের সল্প সময়ে বড় আকারের বেচাকেনা করেন এবং এ ব্যবসা বছরে শতকোটি টাকা ছাড়িয়ে যায়।

নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা, খুলনা, যশোর, নরসিংদী, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বড় ব্যবসায়ীরা এখানে আসেন তরমুজ কিনতে। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত তরমুজ এখানে বিক্রি করে ভালো দাম পান। এখানকার অধিকাংশ জমি সারা বছর পানিতে ডুবে থাকে, তাই যোগাযোগ ব্যবস্থা নৌকায় হয় এবং স্থানীয়রা ডিঙি নৌকা দিয়ে তরমুজ বাড়ি বাড়ি বিক্রি করে।

হাটে প্রায় ৪০-৫০টি ট্রলার আসছে, যেগুলোর মধ্যে পটুয়াখালী, চরফ্যাশন, বরগুনার ট্রলার বেশি। ব্যবসায়ীরা এক ট্রলার থেকে অন্য ট্রলারে তরমুজ তুলে বিক্রি করেন। হাটে দামের বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে জমে ওঠে দরদাম। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ার কারণে বাহিরের ক্রেতারা এবার কিছুটা কম এসেছেন।

এদিকে, বিশেষ করে রঘুনাথপুরের তরমুজের চাহিদা বাজারে বেশ ভালো এবং দামও তুলনামূলকভাবে বেশি। স্থানীয় এক পাইকার মোতাহার আলী বলেন, ‘এ বছর তরমুজের ফলন ভালো হওয়ায় ব্যবসায়ীরা লাভের আশা করছেন।’ তিনি আরও জানান, খেত থেকে তরমুজ কিনে বাজারে বিক্রি করতে তার আয় প্রায় ৫ কোটি টাকা হয়েছে।

বৈঠাকাটা বাজারের পাইকারি ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, এই এলাকায় বিভিন্ন চরে আবাদ করা তরমুজের বাজারে পাইকারি মূল্য ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা হয়ে থাকে। ছোট তরমুজের দাম ৫ হাজার থেকে ১২ হাজার টাকাও হতে পারে।

সংশ্লিষ্ট বাজার কমিটির সদস্যরা জানান, এক শত বছরের পুরনো এই বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য খাজনা পরিমাণ কম হওয়ায় বাজারে বেচাকেনা বেশ ভালো হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসনত ডালিম বলেন, "এখানকার ভাসমান বাজার এবং সবজি চাষ বিশেষভাবে পরিচিত। নৌপথে পণ্য পরিবহন সহজ হওয়ায় এই ঐতিহ্যবাহী বাজার ক্রেতা-বিক্রেতাদের কাছে জনপ্রিয় হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow