রোয়াংছড়িতে চন্দন জল ঢেলে বৌদ্ধ ধর্মীয় উৎসব

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
May 12, 2025 - 12:23
 0  4
রোয়াংছড়িতে চন্দন জল ঢেলে বৌদ্ধ ধর্মীয় উৎসব

বান্দরবানের রোয়াংছড়িতে রবিবার (১১ মে) বুদ্ধত্ব লাভের বৌধিবৃক্ষেমূলে চন্দন জল ঢেলে পূজা অর্চনা ও মাহা পটঠান সূত্রপাঠের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পুণ্যোৎসব উদযাপিত হয়েছে।

ভোর থেকেই ধর্মাবলম্বীরা ছোয়াইন পূজা পালন করেন। সকাল সাড়ে ৯টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বাজার প্রাঙ্গণ হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিহার প্রাঙ্গণে ফিরে আসে।

বৌদ্ধ ধর্মালম্বীরা বিশ্বাস করেন, এই বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরি নির্বাণ লাভ করেছিলেন। এদিনটিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।

বিকাল সাড়ে ৩টায় শুরু হয় দ্বিতীয় পর্ব। এতে দুই হাজারেরও বেশি দায়ক-দায়িকা ও নানা বয়সী নারী-পুরুষ চন্দন জল, ফুল ও জামপাতা নিয়ে বৃক্ষ পূজা ও ধর্মীয় সভায় অংশ নেন।

ধর্মীয় সভায় উপস্থিত বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীরা পঞ্চশীল, অষ্টশীল ও নবমশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞনাইদা মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওয়াইন্দিতা মহাথেরসহ একাধিক ভিক্ষুসংঘ।

বৌদ্ধ ধর্মালম্বীরা বলছেন, বৈশাখী পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিবিজড়িত একটি পবিত্র দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow