বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নে বিশেষজ্ঞদের মতবিনিময় সভা

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
May 12, 2025 - 12:13
 0  2
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নে বিশেষজ্ঞদের মতবিনিময় সভা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সায়মা হক বিদিশা, ঢাবি আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ঢাবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. সাইফুদ্দিন মোঃ তারিক বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা বেরোবির ৬টি অনুষদ ও ২২টি বিভাগের শিক্ষকদের সঙ্গে মাস্টারপ্ল্যান বিষয়ে আলোচনা করেন।

বিশেষজ্ঞবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপান্তর করতে সুদূরপ্রসারী ও যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন অপরিহার্য। মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

বেরোবি উপাচার্য বলেন, “আগামী দিনে বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে সিংগেল ডিজিটে আনতে হলে যথাযথ মাস্টারপ্ল্যান প্রয়োজন। আমাদের একাডেমিক মাস্টারপ্ল্যানের ওপর নির্ভর করবে অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান। বিশ্ববিদ্যালয়ের সীমিত আয়তনকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

দুপুরে বিশেষজ্ঞবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন একাডেমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আলোচনা শেষে উপাচার্যসহ বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।

এর আগে শনিবার (১০ মে, ২০২৫) রাতে বিশেষজ্ঞদের বরণ করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। পরে তাঁরা পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের খোঁজ-খবর নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow