ট্রেনের দাবিতে নোয়াখালীতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ পাওয়া নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রোববার (৪ মে) সকাল ৬টা থেকে নোয়াখালীর মাইজদী রেলস্টেশনে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা। সর্বস্তরের মানুষের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে রেললাইনে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম দৈনিক খোলাচোখকে বলেন, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে একটি আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। ফলে প্রতিদিন এই রুটের যাত্রীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন এবং বাস সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত প্রয়োজন।
একই আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন অপেক্ষার পরেও ট্রেনটি চালু না হওয়ায় তারা বাধ্য হয়েই শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাওয়া যায়, তাহলে আন্দোলন আরও কঠোর করা হবে।
এদিকে, যাত্রী মো. আসাদুজ্জামান বলেন, “আমরা দাবির সঙ্গে একমত, তবে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি কাজে যাওয়া সম্ভব হচ্ছে না। দ্রুত সমাধান হওয়া দরকার।”
মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সকাল ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অবরোধের কারণে তা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।”
What's Your Reaction?






